Welcome To www.mosfiqur-tips.site.com

Any kind iT Problem Easy Solution

Question and Answer

Answers to Questions from People Who Know at Ask iT . Find the Answer to your Question..

Find Your solution

visited my site

Sunday, May 3, 2015

কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য:>Posted By Mosfiqur Rahman

online-securityপ্রত্যেক ভালো দিকের আশেপাশে লক্ষ্য করলেই দেখা যায় কিছু খারাপ দিক রয়েছে।  ইন্টারনেট এর সাথে ঠিক যেমন ভাইরাস,মালওয়ার ইত্যাদি।যদিও এই জিনিশ গুলো প্রথম থেকেই রয়েছে, তবুও সাম্প্রতিক শেষ কিছু বছর ধরে যেমনি অধিকহারে বেড়েছে ইন্টারনেট এর ব্যাবহার তার সাথে পাল্লা দিয়ে ধাপে, ধাপে এসবের কার্যক্রম বেড়ে চলছেই icon sad কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য  আর সাথে তো হাকিং রয়েছেই।
বর্তমানে এখনো বেশির ভাগ ইন্টারনেট ব্যাবহার কারিই এসব সম্পর্কে আনাড়ি। যার ফলে তাদের এসব থেকে নিরাপদ থাকাটা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের মাঝে সবাই টিকে না থাকার ফল হচ্ছে গণ্ডায়, গণ্ডায় ভাইরাসের আক্রমণ এবং হাকিং এর শিকার!!
তাই আজকে আমরা কিছু টিপস জানবো এবং মনোযোগ দিয়ে তা অবশ্যই বুঝার চেষ্টা করবো এবং আমি আশা রাখি সকলেই এর ব্যাবহার করবেন icon smile কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য । কারণ আপনার চ্যালেঞ্জ এর সাথে আপনাকেই লড়তে হবে। আমি শুধু মাত্র কিছুটা নির্দেশনা দেয়া ছাড়া আর কিছুই করতে পারবো নাহ icon sad কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য  । তাহলে চলুন মাঠে নামা যাকঃ
security
নির্দেশনা গুলো মেনে চললে আশা করা যায় ৯০% সুরক্ষিত অবশ্যই থাকবেন আপনি icon wink কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য
১/ অবশ্যই সবসময় একটি ভালো এন্টিভাইরাস ব্যাবহার করবেন এবং নিয়মিত তার আপডেট রাখার চেষ্টা করবেন। আর পিসিতে যেন স্পায়ার আক্রম করতে না পারে  তাই একটি ভালোমানের এন্টি স্পায়ার ইন্সটল রাখবেন।
২/ সর্বদা আপনার পরিচিত ওয়েবসাইট, ব্লগ গুলোতে ভিজিট করুন। কোন নতুন ওয়েবসাইটে ভিজিট করার আগে সেটি সম্পর্কে অন্যদের কাছে জিজ্ঞেস করে এবং বিভিন্ন উপায়ে যতটা সম্ভব জেনে নিন। আর হ্যাঁ সামনে কোন অপরিচত বা বুঝতে পারছেন না এমন লিঙ্ক বা ব্যানারে অবশ্যই ক্লিক করা থেকে দূরে থাকুন।
৩/ কোন ফাইল/মেইল ইত্যাদি যখন আমরা পিসিতে ডাউনলোড করি তখন তা ওপেন করার আগে অবশ্যই স্ক্যান করে নিবেন। এতে করে ফাইলে কোন সমস্যা থাকলে তা ধরা যাবে। মনে রাখবেন এই ডিজিটাল যুগে একটি চোখে না পরার মতো ছোট সমস্যাও ক্ষতি করে দিতে সক্ষম আপনার অনেক বড় কোন প্রজেক্ট কে।
৪/ আপনার অপারেটিং সিস্টেম এবং ব্রাউজার গুলো নিয়মিত আপডেট করুন। সবচে ভালো এবং উন্নত মানের সার্ভিস পেতে পুরনো ভার্সন ফেলে দিয়ে সময়ের সাথে নতুন ভার্সন গুলো ব্যাবহার করতে শিখুন।
৫/ কোন কিছু না বুঝে ভুলেও কক্ষনো কোথাও আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন নাহ। সব সময় শক্ত ধরণের পাসওয়ার্ড রাখুন , যেমনঃ tamim**@zxcv12300** এবং সময় করে অবশ্যই প্রতি ৩ মাস অন্তর, অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করবেন icon biggrin কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য
৬/ সব সময় সাইটের লিঙ্ক এড্রেস আপনার ব্রাউজারের লগিন পেজের এড্রেস বারে লিখুন।
৭/ আপনার পাসওয়ার্ড লগিন করার জন্য কোথাও লেখার প্রয়োজন পড়লে আগে অবশ্যই দেখে নিন লিঙ্ক টি https রয়েছে কিনা Example.https://mail.google.com । যদি http:// থাকে তবে অবশ্যই দ্রুত সেখান থেকে বের হয়ে আসুন http://mail.google.com.
৮/ সাধারণ হাকিং গুলো আসলে বেশির ভাগ সখের বশেই করা হয় এবং এই হাকিং গুলো করা হয় বেশির ভাগ ফিশিং পদ্ধতি অবলম্বন করে। তাই এই ফিশিং সমন্ধে সচেতন থাকুন।
৯/ অনেকেই আছেন ফেসবুক, টুইটার বা ইত্যাদি সাইট থেকে বের হবার সময় “লগাউট” করেন নাহ। এ কাজটি অবশ্যই করবেন নাহ।
১০/ আপনার ব্রাউজারের কুকিজ, হিস্টোরি অবশ্যই পরিষ্কার করে রাখুন। প্রতিদিন অন্তত একবার করে ব্রাউজার পরিষ্কার করবেন। এক্ষেত্রে আপনি C Cleaner সফটওয়্যার টি usage করে দেখতে পারেন। এতে করে ব্রাউজারের সাথে, সাথে আপনার পিসিটিও থাকবে পরিষ্কার।
Picture-Online-security-Hacking-Tips
আশা করছি উপড়ের ১০ টি টিপস অনেকাংশেই আপনার উপকার করবে। সবাই ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন icon biggrin কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য
Mosfiqur Rahman 
Csc Eng(CMS Website)


প্রক্সি ইউস করুন ॥ আপনার আইপি হাইড করুন ॥ ভিডিও টিউটোরিয়াল:>Posted By Mosfiqur Rahman

আমাদের কম্পিউটার ক্লাব বিডি ফেসবুক গ্রুপে “আইপি কোন সফটওয়্যার ছাড়া হাইড করার উপায় কি?” ও “গুগল খুব স্লো কাজ করছে আমার ল্যাপটপে” এই দুইটি প্রবলেম পোস্ট করা হয়েছিলো। সেটির সমাধান দেন মিনহাজুল হক শাওন ভাই। সেটি একটু সংক্ষেপে বলায় অনেকেই ডিটেইলস চাওয়ায় আমাদের হেল্প ডেস্ক বিভাগে ডিটেইলস এড করা হয়। তারপরও আমার অনেক ফ্রেন্ড এই জিনিসটা শিখতে পারে নাই। তাছাড়া ভার্সিটিতে ফেসবুক, ইউটিউব ব্যান করেছে। আর তাই ভিডিও টিউটোরিয়ালটিপাবলিশ করলাম।
Proxy
Proxy
যদি হ্যাকিং এর জন্য আইপি হাইড করতে চান তাহলে এই সিস্টেমে আইপি হাইড না করাই বেটার। সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করবো…
ভিডিও টিউটোরিয়ালের ব্যাকগ্রাউন্ডে একটা গান দিয়েছি। সেটার নাচটা এবং গানটা দুটোই আমার কাছে ভালো লেগেছে। এটি অনেক পুরাতন মিউজিক হলেও আমি ভিডিওটি নিচে দিয়ে দিলাম আশা করি ভিডিও টিউটোরিয়াল অথবা গান বা গানের ড্যান্স একটা না একটা ভাল লাগবেই। আর কোনটা ভাল না লাগলে, চেষ্টা করবো যাতে পরবর্তীতে ভাললাগার ও কাজে লাগার পোস্ট যাতে করতে পারি…
Album Info:
Title: My Lecon
Artist: JTL
Album: Enter The Dragon
   

এক মিনিটে হ্যাক করুন একটি ওয়েবসাইট:>Posted By Mosfiqur Rahman

গুগল ডর্ক অনেকেই ইউস করেছেন তবে সেগুলা দিয়ে সাইট পাওয়াটা একটু কষ্টের। আর যারা নতুন তারা সারাদিন ঘুরেও সাইট জোগাড় করতে পারে না। তবে এমন কিছু ডর্ক আছে যেগুলো দিয়ে হ্যাকিং এর কাঁচামাল পাওয়াটা একটু সহজ। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট হ্যাক করতে পারবেন।
প্রথমেই www.google.com এ যান। তারপর সেখানে সার্চ করুন নিচের লেখাটুকু-
?
কোডস: পাওয়ার্ড বা কম্পিউটার ক্লাব বিডি
1
"inurl:/wp-content/plugins/easy-comment-uploads/upload-form.php"
এবার অনেকগুলো সাইটের লিস্ট পাবেন। সেগুলোতে ক্লিক করলে ফাইল আপলোডের অপশন পাবেন। আপনি ইমেজ ফাইল আপলোড করতে পারেন। যদিও স্ক্রীপ্ট আপলোড না করে হ্যাক করে লাভ নেই। তারপরও আগেগো ইমেজ করেন, তারপর এক্সপার্ট হলে যা করার সেটা নিজেই পারবেন।
এখন কথা হলো ফাইল আপলোড করলেন কিন্তু ফাইলটা পাবেন কোথায়? একেবারেই সহজ http://www.yoursite.com/wp-content/uploads/2013/05/yourfilenamewith.extention
এখন আপনি খেয়াল করুন আজকে যদি আপনি ফাইলটি আপলোড করে থাকেন তাহলে আজকে বছর হচ্ছে 2013 এবং মাস হচ্ছে 05 আর তাই ইউআরএলটিতে খেয়াল করুন সেভাবেই লিংক সেট করা হয়েছে। আর সাথে আছে আপনার আপলোড করা ফাইলটির নাম এক্সটেনশন সহ।
ব্যাস হয়ে গেলো আপনার কাজ।
যদিও এভাবে হ্যাক করাটা শুধু মাত্র মজা পাওয়া ছাড়া আর কিছুই না। এইচটিএমএল বা পিএইচপি এটা দিয়ে আপলোড নাও করা যেতে পারে তবে ইমেজ ফাইল অবশ্যই যাবে। তবে কয়েকটা সাইটে কাজ নাও করতে পারে।
বিস্তারিত:
ওয়ার্ডপ্রেস সাইটে রেজিস্ট্রেশান করে ফাইল আপলোড করা যায় তবুও এই নিয়মে আপনি লগিন করা ছাড়াই ফাইল আপলোড করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস প্লাগিন Easy Comment Uploads এ বাগ থাকার কারনে এই ধরনের সিকিউরিটি লিক হচ্ছে। আরেকটি মজার বিষয় হলো এই সিকিউরিটি লিকটি পাওয়া গেছে প্রায় তিন বছর আগে। তবুও অনেক ওয়েবসাইটে এটি ইউস করছে। এ থেকে বুঝা যায় তিন বছর ধরে তারা তাদের সাইটটির প্রতি তেমন নজরই দেয় নি। যাইহোক তিন বছর আগের জিনিস আজকে লিখেছি দেখে রাগ করার কোন কারণ নেই।
এটি একটি শিক্ষামূলক পোস্ট, তাই কারো সাইটে ফাইল আপলোড করলে নিজ দ্বায়িত্বে করবেন।
আর যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা নিয়মিত সাইটের ব্যাকআপ রাখা সহ সব টুলস আপডেট রাখবেন।

বন্ধ করুন ব্যান্ডউইথ অপচয়কারী সার্ভিস – উইন্ডোজ ৮ | Save Idle Network Bandwidth in Windows 8:>Posted By Mosfiqur Rahman

সাধারণত উইন্ডোজ এইটে একটি সার্ভিসটি প্রচুর ব্যান্ড উইথ নষ্ট করে।অনেকে ব্যান্ডউইথ কোথায় কোথায় খরচ হয় এটি জানার জন্য অনেককষ্ট করেছেন অনেকে আবার এন্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটিরঅটো আপডেট অফ করে দিয়েছেন, তারপরও ব্যান্ডউইথ অযথা নষ্ট হচ্ছে।
উইন্ডোজের একটি সার্ভিস আছে যেটা হলো BITS – Background Intelligent Transfer Service । এটা উইন্ডোজ সেভেনেও আছে। তবে এটি উইন্ডোজ এইটে ম্যানুয়াল হিসেবে সেট থাকে সাধারণত। তবে উইন্ডোজ এইটে এটি থাকে অটো মোডে। আর এটিই খরচ করে আপনার ব্যান্ডউইথ। তো এই সার্ভিস অফ করে দিলেই ব্যান্ডউইথ অপচয় হবে না। এ সার্ভিসটি অফ করলে উইন্ডোজ আপডেট ও উইন্ডোজের ডিফল্ট কিছু আপডেট হয়া অফ হয়ে যাবে তবে পরে আপনি ম্যানুয়াললি আপডেট করতে পারবেন।
এবার আসুন দেখে নেই কিভাবে আমরা এই সার্ভিসটি অফ করবো-
Save Idle Network Bandwidth in Windows 8
Save Idle Network Bandwidth in Windows 8
  • এজন্য প্রথমেই টাস্ক ম্যানেজার ওপেন করি। এজন্য রান -এ (win+r) গিয়ে services.msc লিখে এন্টার দিন। তাহলে সার্ভিসেস নামে একটি উইন্ডো ওপেন হবে।
  • সেখান সার্ভিসগুলোর লিস্ট হতে Background Intelligent Transfer Services (এটি BITS নামে পরিচিত) সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন। তারপর Properties এ ক্লিক করুন। তাহলে প্রোপার্টিজ উইন্ডো ওপেন হবে।
  • এবার সেখান হতে Startup type- Mannual / Disable করে দিন। আর সার্ভিস স্ট্যাটাসের Stop বাটনে ক্লিক করে সার্ভিসটি স্টপ করে নিন। যারা উইন্ডোজ সেভেন ইউস করেন তাদের এটা ম্যানুয়াল ভাবেই সেট করা থাকতে পারে সেটা আগেই বলেছি।
  • এবার ওকে দিয়ে বের হয়ে আসুন এবং পিসি রিস্টার্ট দিন। ব্যাস কাজ শেষ.
  •  আপনাদের এই পোস্ট সম্পের্কে কোন মন্তব্য থাকরে সরাসরি আমার ফেইসবুক ফেন পেইজেও আমাদের সাথে যুক্ত হতে পারেন
                                               *এইটা*

বছরের প্রথম প্রান্তিকে কমেছে পিসি বিক্রি:>Posted By Mosfiqur Rahman

Dell OptiPlex 3020MT Desktop PC_Imageগত বছরের শেষদিকে পার্সোনাল কম্পিউটার (পিসি) বিক্রি কিছুটা বাড়লেও এ বছরে আবারও এর বিক্রির হার কমতে শুরু করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ 
তথ্য জানানো হয়েছে।
গার্টনারের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে সাত কোটি ১৭ লাখ ইউনিট পিসি বিক্রি হয়েছে যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৫ দশমিক দুই শতাংশ কম।
আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে পিসি কমে যাওয়ার হার আরও বেশি। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছর পিসি বিক্রি ৬ দশমিক ৭ শতাংশ কমেছে।
গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া এ প্রসঙ্গে বলেন, গত বছরের শেষ দিকে উইন্ডোজ এক্সপির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক পিসি নির্মাতা তাদের পিসিতে পরিবর্তন এনেছিল, যার কারণে পিসি বিক্রি কিছুটা হলেও বেড়েছিল। কিন্তু এ বছরের প্রথম প্রান্তিকে এসে পিসি বিক্রি আবার কমে গেছে। তবে দীর্ঘ মেয়াদে হিসাব করলে এ পিসি বিক্রির হার কমে যাওয়ার বিষয়টিতে প্রভাব নাও পড়তে পারে। কারণ, মোবাইল পিসি যেমন নোটবুক, হাইব্রিড, উইন্ডোজনির্ভর ট্যাবের বিক্রি গত বছরের তুলনায় এ বছরে বেড়েছে।
গত বছরে গার্টনার পূর্বাভাস দিয়েছিল, ২০১৫ সালে পিসি বিক্রি কিছুটা কমলেও এর পরের বছর থেকে পিসি বিক্রি অল্প অল্প করে আবার বাড়তে থাকবে।
আইডিসি ও গার্টনারের বিশ্লেষকেরা বলছেন, এখন পিসি বিক্রিতে ভাটা পড়লেও মাইক্রোসফটের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ১০ উন্মুক্ত হলে পিসি বিক্রি আবার বাড়বে।
ট্যাব ও স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে পিসির বাজার মার খাচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
এ বছরের প্রথম প্রান্তিকে পিসির বাজারে শীর্ষে রয়েছে লেনোভো। বাজারে লেনোভোর দখল রয়েছে ১৮.৯ শতাংশ। বাজারে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এইচপি ও ডেল। আসুস এবং এসার আছে চার ও পাঁচে।

Friday, May 1, 2015

“গুগল নিয়ে আসছে পার সেকেন্ট ১০গিগাবাইটের গতি!”

অতি শিগ্রই গুগল তাঁর গ্রাহকদের দিতে উন্নত স্পিডের উন্নত সেবা। গুগল নিয়ে আসছে দ্রুতগতির ব্রাউজিং সেবা। যা দিয়ে পার সেকেন্ট১০ গিগাবাইট স্পিডে ব্রাউজিং করা যাবে।


“এই সেবাটি চালু হলে আগের থেকে ১০গুন বেশি গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে” বলে জানিয়েছেন গুগলের ফিন্যান্স হেড অফিসার প্যাট্রিক পিশেট।ফলে অনেক বেশি অ্যাপ্লিকেশনের ব্যবহারও করা যাবে। গুগল 

জানিয়েছে ২০১৭ সালের মধ্যে পার সেকেন্ট ১০গিগাবাইটের ইন্টারনেট ইউজ করা যাবে। কিছুদিন আগেই ফাইবার প্রযুক্তির ব্যাবহার করে পার সেকেন্ট ১গিগাবাইট স্পিডে ট্রান্সফার হওয়া সম্ভব হয়।