Welcome To www.mosfiqur-tips.site.com

Any kind iT Problem Easy Solution

Question and Answer

Answers to Questions from People Who Know at Ask iT . Find the Answer to your Question..

Find Your solution

visited my site

Tuesday, June 30, 2015

১০টি পপুলার সফটওয়্যারের লিস্ট এবং সরাসরি ডাউনলোড লিংক

আজকে আপনাদের পুরা ওয়ার্ল্ড এ সবচেয়ে বেশি ডাউনলোড হয় এমন ১০ টি সফটওয়্যার এর লিস্ট প্রকাশ করব এবং সাথে পাচ্ছেন ডাউনলোড লিংক! এই সফটওয়্যার গুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয় !!!
এরকম ৭০০+ সফটওয়্যার ডাউনলোড করুন এই ওয়েবসাইট থেকেঃ এখানে ক্লিক করুন

ফোল্ডার হাইলাইট(FolderHighlight) দিয়ে রাঙিয়ে দিন ফোল্ডার আইকন

আমাদের কম্পিউটারে যারা উইন্ডোজ এক্স-পি,ভিস্তা বা ৭ ব্যবহার করি তার ফোল্ডার আইকন হলুদ রংয়ের থাকে। ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করে রং পরিবর্তন এবং টুল টিপ যুক্ত করতে পারি।
ফোল্ডার হাইলাইট(FolderHighlight) এর মাধ্যমে আপনি যেকোনো ফোল্ডারের রং পরিবর্তন করতে পারবেন।যদিও উইন্ডোজের মাধ্যমে ফোল্ডার আইকন পরিবর্তন করা যায় কিন্তু ফোল্ডার হাইলাইট(FolderHighlight) দিয়ে  এক্সপ্লোরারের রাইট ক্লিক মেনুর মাধ্যমে রং পরিবর্তন করা যায়।
 কিভাবে ব্যবহার করবেন?
ফোল্ডার হাইলাইট(FolderHighlight) ব্যবহার করা খুবই সহজ আপনি আপনার কম্পিউটার যতটুকুই জানুন না কেন।ফোল্ডারের রং পরিবর্তন করতে,মাউস দিয়ে যে ফোল্ডারের রং পরিবর্তন করবেন তাতে রাইট ক্লিক করুন। তারপর কনট্যাক্স মেনু থেকে ফোল্ডার হাইলাইট(FolderHighlight)  সিলেক্ট করুন এবং উপযুক্ত রং নির্বাচন করুন।
ইনফো-টিপ(InfoTip) মেনুর সাহায্যে টুল-টিপ  এবং ক্লিন(Clean) মেনু পূর্বের অবস্থায়  নিয়ে যাবে।
ইনফো-টিপ(InfoTip) ক্লিক করে এই মেনুতে লেখার পর ওক ক্লিক করুন।
infotip
যেসকল অপারেটিং সিস্টেম সাপোর্ট করে:
উইন্ডোজ ২০০০,উইন্ডোজ ২০০৩,উইন্ডোজ এক্স-পি,উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ ৭ এর x86 (৩২ বিট) এবং x64(৬৪বিট)

এবার আপনার কম্পিউটার থেকে মোবাইল নিয়ন্ত্রন করুন!

বন্ধুরা আপনারা নিশ্চয়ই এমন অনেক সফটওয়্যার এর কথা শুনেছেন যার মাধ্যমে মোবাইল থেকে পিসি কে নিয়ন্ত্রন করা যায়। তাহলে এর উল্টোটা কেন সম্ভব নয়।!!!!
সম্ভব… কিন্তু এটি শুধু android মোবাইল এর জন্য কাজ করবে। তাই এই সফটওয়্যার এর পরিচয় এবং সেটআপ সহ আজ সবকিছু আপনাদের সামনে তুলে ধরব,
MY MOBILIOR FOR ANDROID >
MY MOBILIOR হল একটি ডেস্কটপ অ্যাপ যার মাধ্যমে আপনি আপনার অ্যান ড্রয়েড ডিভাইস নিয়ন্ত্রন করতে পারবেন ইউএসবি কেবল বা ওয়াইফাই এর মাধ্যমে। আপনি আপনার পিসি থেকে ভিডিও বা ছবি তুলতে পারবেন। আপনার ডিভাইস কে কি বোর্ড এবং মাউস দিয়ে নিয়ন্ত্রন করতে পারবেন।
MY MOBILIOR এর সুবিধা সমূহ
  • > আপনার পিসি থেকেই ছবি তুলতে পারবেন।
  • > যে কোন ফাইল ট্রান্সফার করতে পারবেন।
  • > মোবাইল ও পিসিতে একসাথে কপি পেস্ট করতে পারবেন ।
  • >অ্যান  ড্রয়েড ২.২ বা পরবর্তী ভার্সন সমর্থিত
Download Link
ডাউনলোড করতে এখানে ক্লিকান

এটি কিভাবে সেটআপ করবেন?

Dekstop Setup

1. Installing a USB driver

প্রথমে আপনাকে আপনার ডিভাইস এর জন্য এর ইউএসবি ড্রাইভার ডাউনলোড করতে হবে। আমার স্যামসাঙ ফোন তাই আমার ড্রাইভার আছে স্যামসাঙ সাপোর্ট পেজে । আপনাকেও তেমনিভাবে আপনার ডিভাইস এর মডেল অনুসারে ড্রাইভার খুযে বের করতে হবে। লিংকের জন্য এখানে ক্লিক করুন। android  support usb draiver  এর জন্য  এখানে ভিসিট করতে পারেন। আর আপনি যদি এই ঝামেলা না করতে চান তবে ওয়াইফাই দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন।

2. Android pre-setup

  • Enable USB Debugging (Settings > Apps > Development > USB Debugging)
  • Enable Unknown Source (Settings > Apps > Unknown sources)
  

3. Connect with USB cable.

আপনার ডিভাইস কে ইউএসবি কেবল দিয়ে সংযুক্ত করুন। আপনাকে দেখতে হবে “USB Conencted” এবং  “USB debugging connected“. আসছে কিনা।
 
  • আপনি ইউএসবি কানেকশান এর বরতমান অবস্থাও চেক করতে পারেন ।
  

4. Installing MyMobiler Desktop

উপরের লিঙ্ক থেকে সফটওয়্যার টি নামিয়ে নিন। আপনার ডিভাইস সংযুক্ত থাকলে সেখানে allow আসবে। আর allow না আস্লেও কোন সমসসা নেই।
permission   user instruct;
  • কিন্তু আপনার অ্যান ড্রয়েড ডিভাইস এ যদি কিছু না হয় তাহলে আবার ইন্সটল করুন ।
  • Mobiler icon >>> Android Device >>> Install

5. Connect from Desktop

এবার আপনার ডেক্সটপ এ যান ট্রে আইকন থেকে কানেক্ট করুন । কানেক্ট হলে নিচের ছবির মত দেখাবে।
   user instruct

Android Setup

1. Mobiler Service

আপনাকে খেয়াল রাখতে হবে যেন সেটিং দেখায় mobiler service : yes]. (Android – Setup Device). কিন্তু এটি যদি দেখায়[mobiler service : no], connect with USB cable and connect from desktop. (Desktop – Tray icon – Connect)
Mobiler Service   Mobiler Service

2. Keyboard

এবার মোবাইল কি বোর্ড চালু করুন। Android: [Change Keyboard] – [Setup input method] । অথবা ডেস্কটপ এ রাইট বাটন ক্লিক করে এটি পরিবর্তন করুন।
Mobiler Main Screen   Change Keyboard   Enable Mobiler Keyboard

3. Display

যদি কোন ভুল ডিসপ্লে দেখায় তবে এটি ট্রাই করতে পারেন। Android – [Setup Device] – [display] – [display] – [3. Other
Mobiler Main Screen   Change Keyboard

 Uninstall

আপনি অ্যান দ্রয়েড এ এটি অ্যান ইন্সটল করতে পারেন। “Setting”-“Apps”. Or click Mobiler icon on desktop -“Device”-“Uninstall”. আর ডেস্কটপ এ এর কোন registry থাকে না তাই সরাসরি সব ফাইল ডিলিট করে দিলেই হবে।
এই সফটওয়্যার এর কিছু শর্ট কার্ট কি
  • Text Edit: Copy [Ctrl-C], Cut [Ctrl-X], Paste [Ctrl-V], Select All [Ctrl-A]
  • Screenshot: Save current screen to clipboard [Ctrl-S]
  • Screenshot: Save current screen to file (jpg, png) [Ctrl-F]
  • Video capture: Video record [Ctrl-M]
  • Presentation : Toggle a full screen mode. [F11]

Friday, June 19, 2015

ফায়ারফক্স এর কিছু টিপস এবং কিবোর্ড শর্টকার্ট:>Posted By Mosfiqur Rahman

ফায়ারফক্স এর কিছু টিপস এবং কিবোর্ড শর্টকার্ট


ফায়ারফক্স হচ্ছে সব থেকে বেশি প্রচলিত ও প্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারের দুনিয়ায় অনেক ব্রাউজার আছে তবে তাদের চেয়ে ফায়ারফক্স অপ্রতিরোধ্য কারণ এর ফিচার অন্যসব ব্রাউজার থেকে অনেক বেশী। আসুন দেখে নিই এটার বিশেষ কি কি সুযোগ সুবিধা আছে ।

• স্ক্রিনে অনেক জায়গা রাখতে চাইলে- View>Toolbar>Customize> এবার ক্লিক করুন Use small icons এ। দেখুন আপনার স্ক্রিনে অনেক জায়গা বেড়ে গেছে।

কিছু কী-বোর্ড শর্টকাট:


  • পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন।
  • পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebarপ্রেস করুন।
  • ওয়েব পেজে কোন কিছু খুজতে চাইলে- Ctrl + F প্রেস করুন।
  • পরের শব্দ খুজতে চাইলে- Alt + Nপ্রেস করুন।
  • কোন কিছু বুকমার্ক করতে চাইলে- Ctrl + D প্রেস করুন।
  • নতুন ট্যাব খুলতে চাইলে- Ctrl + T প্রেস করুন।
  • সরাসরি সার্চ বক্স এ যেতে চাইলে- Ctrl + K প্রেস করুন।
  • সরাসরি এ্যাডড্রেস বার এ যেতে চাইলে Ctrl + L প্রেস করুন।
  • লেখাকে বড় করতে চাইলে- Ctrl + =প্রেস করুন।
  • লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন।
  • ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + Wপ্রেস করুন।
  • রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5প্রেস করুন।
  • হোম পেজে যেতে চাইলে- Alt + Homeপ্রেস করুন।

সয়ংক্রিয় ভাবে ওয়েব পেজের নাম বসাতে গেলে- ধরুন www.bd24x7.com একটি সাইটের নাম এখন এর আগে www এবং পরে যদি .com/.net/.org থাকে তাহলে যা করবেন।
Shift + Enter- .Net এর জন্য।
Ctrl + Enter- .Com এর জন্য।
Ctrl + Shift + Enter- .Org এর জন্য।

আগের ট্যাব অথবা পরের ট্যাব গুলোতে নেভিগেট করতে-
  • Ctrl + Tab- সামনের ট্যাব এ যেতে।
  • Ctrl + Shft + Tab- পেছনের ট্যাব এ আসতে।
  • Ctrl +1-9- যদি আপনার ৯টা ট্যাব খোলা থাকে তাহলে ১ থেকে ৯নং ট্যাবে যাওয়ার জন্য।
যদি History থেকে কোন পেজকে ডিলিট করতে চান তাহলে এ্যাডড্রেস বার থেকে পেজটি সিলেক্ট করে শুধু ডিলিট কি প্রেস করুন।

For Further Reading,

মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন:> Posted by Mosfiqur rahman

মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন


বর্তমান প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক যেন এক অপরিহার্য অংশ। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং জীবনের প্রতি মুহুর্ত শেয়ার করার জন্য ফেসবুক এখন সর্বাধিক জনপ্রিয়। একইভাবে মার্কেটিং ও প্রোমোশনের কাজেও ফেসবুকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তবে ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিশাল অ্যাপ্লিকেশন ভাণ্ডার। তৃতীয়পক্ষের ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক দুনিয়া, যা ব্যবহার করে অনেকেই অবসর সময় কাটিয়ে থাকেন।

নিচে ১১টি প্রয়োজনীয় এবং মজার ফেসবুক অ্যাপ্লিকেশনের ব্যাপারে আলোচনা করা হলো যেগুলো আপনার কাজে লাগতে পারে।


পিকনিক
পিকনিক হচ্ছে ব্রাউজার-বেজড ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন। বলা বাহুল্য, এর আলাদা ওয়েবসাইটই রয়েছে। তবে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ফেসবুক অ্যালবামের ছবিগুলো সহজেই সম্পাদনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন


সুপার পোক
ফেসবুকে পোক নামে একটি অপশন রয়েছে, যার মূল কাজ কোনো বন্ধুকে স্মরণ করা। সুপারপোক হচ্ছে সেই বিল্ট-ইন ফিচারেরই উন্নত রূপ। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুর ওয়ালেও প্রকাশ করতে পারবেন যে আপনি তাকে মিস করছেন বা তার কথা মনে পড়ছে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

অ্যাপিয়ার অফলাইন
যারা ফেসবুকে চ্যাট করে অভ্যস্ত, তাদের জন্য অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এটি। এর মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস অফলাইনে রেখে দেখতে পারবেন আপনার বন্ধুদের মধ্যে কে কে অনলাইনে আছে। এছাড়াও আপনি অফলাইন মোডে বন্ধুদের সঙ্গে চ্যাটও করতে পারবেন। অধিক সংখ্যক বন্ধু থাকায় যারা ফেসবুক চ্যাটে লগইন করেন না, তাদের জন্য এটি একটি উপযুক্ত অ্যাপ্লিকেশন। উল্লেখ্য, ফেসবুক চ্যাটে ইনভিজিবল কোনো মোড নেই। আর তাই অফলাইন থেকেও বন্ধুদের সঙ্গে চ্যাট করার একমাত্র উপায় অ্যাপিয়ার অফলাইন অ্যাপ্লিকেশন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

লাস্ট ডট এফএম
মিউজিক ভালোবাসেন, ইন্টারনেটেও যাতায়াত আছে, অথচ লাস্ট ডট এফএম এর নাম শোনেননি এমন মানুষ হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। বলা হয়, লাস্ট ডট এফএম সর্বাধিক জনপ্রিয় ও বিখ্যাত মিউজিক্যাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। লাস্ট ডট এফএম-এ যদি আপনি গান শুনে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি লাস্ট ডট এফএম-এ আপনার কর্মকাণ্ড ও প্লে-লিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

ফ্লিক্সটার মুভিজ
লাস্ট ডট এফএম-এর মতোই, তবে এটি মিউজিক নয়, বরং মুভিভিত্তিক। মুভিপ্রেমীরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ফেভারিট মুভির তালিকা শেয়ার করতে পারবেন এবং কার কোন ধরনের মুভি পছন্দ এসব তুলনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

ট্রু এজ টেস্ট
ট্রু এজ টেস্ট এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার অভ্যাস এবং লাইফস্টাইলের উপর ভিত্তি করে আপনার শরীরের আসল বয়স বলে দিতে পারে। উল্লেখ্য, এগুলো সবই মজা করার জন্য বা ফান অ্যাপ্লিকেশন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

সুপার ওয়াল
সুপার পোকের মতোই সুপার ওয়াল ফেসবুকের বিল্ট-ইন ওয়ালের উন্নততর রূপ। এর মাধ্যমে আপনি বাড়তি কিছু সুবিধা উপভোগ করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

পিং ডট এফএম
বর্তমান যুগে অধিকাংশ মানুষেরই একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একাউন্ট থেকে থাকে। আর তাই যেকোনো স্ট্যাটাস মেসেজ আপডেট করতে একাধিক সাইটে লগইন করার ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা থেকে মুক্তি দিতেই পিং ডট এফএম-এর উদ্ভব। এই সাইটটি ব্যবহার করে আপনি ফেসবুক, টুইটারসহ বেশকিছু সাইটে একযোগে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। আর পিং ডট এফএম-এর ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনাকে পিং ডট এফএম-এর সাইটেও যেতে হবে না, ফেসবুকে বসেই আপনি আপনার সবগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। এতে করে আপনি নিশ্চিত করতে পারবেন যে, আপনার যেসব বন্ধুরা ফেসবুকে নেই, তারাও আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বসেই।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

টপ ফ্রেন্ডস
ফ্রেন্ড লিস্ট বা বন্ধু তালিকার সবার সঙ্গে নিশ্চয়ই আপনার একইরকম সম্পর্ক নেই। আবার একইভাবে কিছু কিছু বন্ধু নিশ্চয়ই আপনার কাছে অন্যদের চেয়ে অনেক বেশি স্পেশাল। আপনার প্রোফাইলে তাদেরকে আলাদা করে তালিকাভুক্ত করতেই টপ ফ্রেন্ডস অ্যাপ্লিকেশন। এতে করে আপনি আপনার প্রোফাইলে টপ ফ্রেন্ডস নামে একটি উইজেট পাবেন যেখানে বিশেষ সেসব বন্ধুদের তালিকা ও ছবি প্রদর্শিত হবে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

এক্স মি
এক্স মি এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার বন্ধুদের ভিজুয়াল অ্যাকশনের সুযোগ করে দেবে। অর্থাৎ, আপনার প্রোফাইলে এসে তারা আপনাকে জড়িয়ে ধরতে পারেন, পিঠ চাপড়ে দিতে পারেন, চাই কি কষে চড়-থাপ্পড়ও লাগাতে পারেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনার প্রোফাইলে এ সব অ্যাকশনগুলো যোগ হয়ে যাবে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন

এছাড়াও আরো নানাবিধ অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক যা আপনি সার্চ করলেই খুঁজে পাবেন। তবে, সতর্ক থাকুন। না জেনেশুনে কোনো অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস না দেয়াই বুদ্ধিমানের কাজ, কেননা, কিছু কিছু অ্যাপ্লিকেশন ক্ষতিকারকও হয়ে থাকে। 


For Further Reading,

কিভাবে জিপি বা রবির মডেম আপডেট করবেন> Posted by Mosfiqur rahman

আপনাদের যারা জিপি বা রবির মডেম আপডেট করার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্ট !আজ আপনাদেরকে দেখাব   কিভাবে   মডেম ড্রাইভার আপডেট করা যায় । এটি অবশ্য তেমন কঠিন না । অনেকে হয়তো বলবেন ড্রাইভার আপডেট করে লাভ কি ? লাভ অবশ্যই আছে !অনেক মডেম আছে যা  উইন্ডোজ এক্সপিতে ভালই কাজ করে । কিন্তু উইন্ডোজ সেভেনে মাঝে মধ্যই ব্লুস্ক্রীন দেয় , ঠিক মত কাজ করে না । 
নিচে  এটি ডাউনলোডের লিংক  দেওয়া আছে । তবে এটি ইন্সটল করার আগে জিপি/রবি মডেম uninstall করে নিবেন এবং নতুনটি ইন্সটল এর পূর্বে মডেম আনপ্লাগ করবেন। এটির অন্যতম বৈশিষ্ট্য হল এর জন্য আলাদা USSD Plugin ইন্সটল করতে হয়না ।
আর এটি হল HUAWEI কোম্পানীর আসল এবং লেটেস্ট মডেম ড্রাইভার যার নাম Mobile Partner । এটি আরও মডেল সাপোর্ট করে। আশা করি অনেকের কাজে লাগবে । । ডাউনলোড লিংক  । সকলকে অনেক ধন্যবাদ :)

For Further Reading,

অডিও সিডি থেকে MP3 করা:>Posted BY Mosfiqur rahman







কি-বোর্ডের ফাংশন কি সমূহের কাজ (F1 থেকে F12 পর্যন্ত):> Posted by Mosfiqur rahman

কম্পিউটারের কি বোর্ডের ওপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে বলা হয় ফাংশন কি। এসব কি একবার চেপেই বিভিন্ন সফটওয়্যারে নানা রকম কাজ করা যায়। আজ আমি আপনাদের  দেখাব যে এই সব কি-য়ের কাজ কি কি । এরা কোন কোন কাজ করে থাকে । আমরা হয়ত অনেকেই জানি । তাও আবার একটু ঝালিয়ে নেওয়া আর কি ।
  • F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
  • F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
  • F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
  • F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
  • F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
  • F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
  • F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
  • F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
  • F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
  • F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
  • F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
  • F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা:> Posted BY Mosfiqur rahman

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা


যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
* এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
* ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
* Del-এ ক্লিক করে ওকে করুন।

Wednesday, June 10, 2015

যেভাবে বিনা মূল্যে পাবেন উইন্ডোজ ১০ :>Posted By Mosfiqur rahman

এখন থেকে ২৯ জুলাইয়ের মধ্যে যাঁরা উইন্ডোজ ৮.১ চালিত পিসি বা ল্যাপটপ কিনবেন তাঁরা বিনা মূল্যে উইন্ডোজ ১০ এর হালনাগাদ পাবেন। মাইক্রোসফট কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে।
আনুষ্ঠানিকভাবে ২৯ জুলাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করবে মাইক্রোসফট। পরবর্তী প্রজন্মের এই অপারেটিং সিস্টেমনির্ভর পিসি ও ট্যাব ২৯ জুলাইয়ের পর থেকে বাজারে পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এটি বিনা মূল্যে হালনাগাদ করে নিতে পারবেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পিসি ও ট্যাবলেটের জন্য উইন্ডোজ সংস্করণ আসার পরে স্মার্টফোন ও এক্সবক্সের গেম কনসোলের জন্য উইন্ডোজ ১০ উন্মুক্ত করবে মাইক্রোসফট।
একজন বিশেষজ্ঞ বলছেন, মাইক্রোসফটের ভবিষ্যতের জন্য উইন্ডোজের এই সংস্করণ উন্মুক্ত করার বিষয়টি জটিল হিসেবে দাঁড়িয়ে যেতে পারে।
উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণ উইন্ডোজ ৮ নিয়ে মাইক্রোসফটের অভিজ্ঞতা সুখকর নয়। অনেকেই টাচ কেন্দ্রিক ইন্টারফেস সুবিধার উইন্ডোজের এই সংস্করণটি হালনাগাদ করেননি। এই বিষয়টি অনুধাবন করে মাইক্রোসফট উইন্ডোজের নতুন সংস্করণে পুরোনো সংস্করণ যেমন উইন্ডোজ ৭ এর অনেক ফিচার উইন্ডোজ ১০ এ যুক্ত করেছে।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট টেরি মেয়ারসন এক ব্লগে লিখেছেন, আজকের বিশ্বের ১৯০টি দেশের যেন ১৫০ কোটি মানুষ উইন্ডোজ ব্যবহার করছেন তাদের জন্য নতুন প্রজন্মের উইন্ডোজ অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ এর নকশা করা হয়েছে।
এটি যেমন আগের মতো পরিচিত হবে তেমনি এটি আগের চেয়ে উন্নত হবে। আপনাদের প্রিয় স্টার্ট মেনুটিও উইন্ডোজ ১০ এ ফিরে আসবে। এতে নতুন করে আসবে মাইক্রোসফটের ভারচুয়াল অ্যাসিস্ট্যান্ট কর্টানা যা এত দিন কেবল উইন্ডোজ ফোনেই সীমাবদ্ধ ছিল। এ ছাড়া উইন্ডোজ ১০ এর সঙ্গে নতুন করে আসবে এজ নামের ওয়েব ব্রাউজার। এ ছাড়াও এক্সবক্স থেকে ভিডিও গেম স্ট্রিমিং করার জন্য থাকবে একটি অ্যাপ্লিকেশন।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, উইন্ডোজের আগের সংস্করণের সব অ্যাপ যাতে উইন্ডোজ ১০ এ কাজ করে সে বিষয়টি নিশ্চিত করতে প্রচুর খেটেছে তারা।
প্রযুক্তি বিশ্লেষকেরা ভেবেছিলেন মাইক্রোসফট এ বছরের শেষ নাগাদ উইন্ডোজ ১০ বাজারে ছাড়তে পারে। কিন্তু মাইক্রোসফট অনেক আগেই উইন্ডোজ উন্মুক্ত করার ঘোষণা দিল।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েড ও আইওএস ট্যাবলেটের বাজার কেড়ে নেওয়ার আগে মাইক্রোসফটের ওই বাজারে ঢোকার সর্বশেষ সুযোগ হতে পারে উইন্ডোজ ১০। অবশ্য মাইক্রোসফট ও ইনটেল মিলে টু-ইন-ওয়ান বা হাইব্রিড পণ্যের যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে নতুন ধরনের পণ্যের বিক্রি কিছুটা বাড়তে পারে।
যেভাবে পাওয়া যাবে
উইন্ডোজ উন্মুক্ত করার দিন যেভাবে তা সংগ্রহ করবেন সে সম্পর্কে তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট। তাদের পরামর্শ হচ্ছে, একটি কপি যেন ব্যবহারকারীরা অবশ্যই সংরক্ষণ করে রাখেন। উইন্ডোজ ১০ কেনা বা বিনা মূল্যে হালনাগাদের এই রিজারভেশন প্রক্রিয়াটি খুব সহজ। যে সব কম্পিউটার উইন্ডোজ ১০ সমর্থন করবে তার সিস্টেম ট্রেতে একটি আপডেট নোটিফিকেশন পাবেন ব্যবহারকারী। ব্যবহারকারী ও নোটিফিকেশনে ক্লিক করলে রিজারভেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এ ছাড়া বিকল্প উপায়ে কপি সংরক্ষণ করতে (http://www. microsoft. com/en-gb/windows/windows-10-upgrade) ব্যবহারকারীকে এই পেজটিতে যেতে হবে।

Friday, June 5, 2015

কিছু প্রয়োজনীয় টিপস

কিছু প্রয়োজনীয় টিপস

প্রত্যেক ভালো দিকের আশেপাশে লক্ষ্য করলেই
দেখা যায় কিছু খারাপ দিক রয়েছে।
ইন্টারনেট এর সাথে ঠিক যেমন
ভাইরাস,মালওয়ার ইত্যাদি।যদিও এই জিনিশ
গুলো প্রথম থেকেই রয়েছে, তবুও সাম্প্রতিক
শেষ কিছু বছর ধরে যেমনি অধিকহারে বেড়েছে ইন্টারনেট এর ব্যাবহার তার সাথে পাল্লা
দিয়ে ধাপে, ধাপে এসবের কার্যক্রম বেড়ে
চলছেই কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ
অনলাইন সিকিউরিটির জন্য” আর সাথে তো
হাকিং রয়েছেই।

বর্তমানে এখনো বেশির ভাগ ইন্টারনেট
ব্যাবহার কারিই এসব সম্পর্কে আনাড়ি। যার
ফলে তাদের এসব থেকে নিরাপদ থাকাটা
সত্যিই একটি বড় চ্যালেঞ্জ। আর এই
চ্যালেঞ্জের মাঝে সবাই টিকে না থাকার ফল
হচ্ছে গণ্ডায়, গণ্ডায় ভাইরাসের আক্রমণ এবং হাকিং এর শিকার!!

তাই আজকে আমরা কিছু টিপস জানবো এবং
মনোযোগ দিয়ে তা অবশ্যই বুঝার চেষ্টা করবো
এবং আমি আশা রাখি সকলেই এর ব্যাবহার
করবেন কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ
অনলাইন সিকিউরিটির জন্য” />। কারণ আপনার
চ্যালেঞ্জ এর সাথে আপনাকেই লড়তে হবে। আমি শুধু মাত্র কিছুটা নির্দেশনা দেয়া ছাড়া আর
কিছুই করতে পারবো না কিছু প্রয়োজনীয় টিপস
আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য” /
> । তাহলে চলুন মাঠে নামা যাকঃ

নির্দেশনা গুলো মেনে চললে আশা করা যায়
৯০% সুরক্ষিত অবশ্যই থাকবেন আপনি/ কিছু
প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন
সিকিউরিটির জন্য” />

১/ অবশ্যই সবসময় একটি ভালো এন্টিভাইরাস
ব্যাবহার করবেন এবং নিয়মিত তার আপডেট
রাখার চেষ্টা করবেন। আর পিসিতে যেন
স্পায়ার আক্রম করতে না পারে তাই একটি
ভালোমানের এন্টি স্পায়ার ইন্সটল রাখবেন।

২/ সর্বদা আপনার পরিচিত ওয়েবসাইট, ব্লগ
গুলোতে ভিজিট করুন। কোন নতুন ওয়েবসাইটে
ভিজিট করার আগে সেটি সম্পর্কে অন্যদের
কাছে জিজ্ঞেস করে এবং বিভিন্ন উপায়ে যতটা
সম্ভব জেনে নিন। আর হ্যাঁ সামনে কোন
অপরিচত বা বুঝতে পারছেন না এমন লিঙ্ক বা ব্যানারে অবশ্যই ক্লিক করা থেকে দূরে থাকুন।

৩/ কোন ফাইল/মেইল ইত্যাদি যখন আমরা
পিসিতে ডাউনলোড করি তখন তা ওপেন করার
আগে অবশ্যই স্ক্যান করে নিবেন। এতে করে
ফাইলে কোন সমস্যা থাকলে তা ধরা যাবে।
মনে রাখবেন এই ডিজিটাল যুগে একটি চোখে
না পরার মতো ছোট সমস্যাও ক্ষতি করে দিতে সক্ষম আপনার অনেক বড় কোন প্রজেক্ট কে

৪/ আপনার অপারেটিং সিস্টেম এবং ব্রাউজার
গুলো নিয়মিত আপডেট করুন। সবচে ভালো এবং
উন্নত মানের সার্ভিস পেতে পুরনো ভার্সন
ফেলে দিয়ে সময়ের সাথে নতুন ভার্সন গুলো
ব্যাবহার করতে শিখুন।

৫/ কোন কিছু না বুঝে ভুলেও কক্ষনো কোথাও
আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন নাহ। সব
সময় শক্ত ধরণের পাসওয়ার্ড রাখুন , যেমনঃ
tamim**@zxcv12300** এবং সময় করে
অবশ্যই প্রতি ৩ মাস অন্তর, অন্তর পাসওয়ার্ড
পরিবর্তন করবেন কিছু প্রয়োজনীয় টিপস আপনার সম্পূর্ণ অনলাইন সিকিউরিটির জন্য” />

৬/ সব সময় সাইটের লিঙ্ক এড্রেস আপনার
ব্রাউজারের লগিন পেজের এড্রেস বারে
লিখুন।

৭/ আপনার পাসওয়ার্ড লগিন করার জন্য কোথাও
লেখার প্রয়োজন পড়লে আগে অবশ্যই দেখে নিন
লিঙ্ক টি https রয়েছে কিনা Example.https://mail.http:// mail.google.com.

৮/ সাধারণ হাকিং গুলো আসলে বেশির ভাগ
সখের বশেই করা হয় এবং এই হাকিং গুলো করা
হয় বেশির ভাগ ফিশিং পদ্ধতি অবলম্বন করে।
তাই এই ফিশিং সমন্ধে সচেতন থাকুন।

৯/ অনেকেই আছেন ফেসবুক, টুইটার বা ইত্যাদি
সাইট থেকে বের হবার সময় “লগাউট” করেন
নাহ। এ কাজটি অবশ্যই করবেন নাহ।

১০/ আপনার ব্রাউজারের কুকিজ, হিস্টোরি
অবশ্যই পরিষ্কার করে রাখুন। প্রতিদিন অন্তত
একবার করে ব্রাউজার পরিষ্কার করবেন।
এক্ষেত্রে আপনি C Cleaner সফটওয়্যার টি
usage করে দেখতে পারেন। এতে করে
ব্রাউজারের সাথে, সাথে আপনার পিসিটিও থাকবে পরিষ্কার।