Sunday, May 3, 2015

সহজেই বাড়িয়ে নিন ফেসবুক লাইক:>Posted By Mosfiqur Rahman





বাড়িয়ে নিন আপনার ফেসবুকপেজের লাইক। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে ফেসবুক পেজের লাইক বাড়ানো যায়। আমি তেমন একটা জনপ্রিয় লাইক বাড়ানোর ওয়েব লিঙ্ক এবং কিভাবে লাইক বাড়াতে হয় সেটা বলব। যাহোক কথা না বাড়িয়ে আসুন দেখা যাক কিভাবে লাইক বাড়াবো।
Website Link:  http://likesasap.com/
প্রথমে  এই ওয়েবসাইটে আপনাকে Registration  করতে হবে। নিচের চিত্রটি অনুযায়ী Registration করুন।
Get free facebook likes (1)
Get free facebook likes (1)
সবকিছু লেখার পর Signup এ ক্লিক করুন। মনে রাখবেন আপনি এখানে একাধিক Account খুলতে পারবেন না। একটা IP থেকে একটাই অপেন করা যায়। Sign up শেষ এখন আপনি আপনার Username এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এখন আপনাকে অই ওয়েবসাইটের পেজে লাইক দিয়ে কয়েন পেতে হবে এবং সেই কয়েন দিয়ে আপনি আপনার পেজের লাইক বাড়াতে পারবেন। তাহলে আসুন দেখি কিভাবে কয়েন পেতে হয়। কয়েন আপনি বিভিন্ন ভাবে পেতে পারেন যেমন পেজে লাইক দিয়ে, Subscribe করে, ফটোতে লাইক দিয়ে। আমি আপনাদের পেজে লাইকদিয়ে কিভাবে কয়েন পেতে হয় সেটা দেখাচ্ছি বাকি গুলো আপনারা নিজেরাই পারবেন। নিচের চিত্রটি দেখুন।
Get free facebook likes (2)
Get free facebook likes (2)
  1. প্রথমে Likes এ ক্লিক করুন।
  2. তারপর অনেক পেজের লিঙ্ক পাবেন সেগুলোতে লাইক দিন।
  3. লাইক দেয়ার পর Confirm এ ক্লিক করন। তাহলে কয়েন আপনার Account এ Automatically Add হয়ে যাবে।
একদিন আপনি অনেক কয়েন পেতে পারেন। পজেগুলোতে লাইক করার পর পেজটা আবার Refresh করুন তাহলে আরো পেজ এর লিঙ্ক পাবেন। এবার আসুন আমরা আমাদের পেজগুলোকে কিভাবে অই অয়েবসাইতে Add করব সেটা দেখি নিচের চিত্র অনুযায়ী কাজ করুন।
Get free facebook likes (3)
Get free facebook likes (3)
Page Title: এখানে পেজ এর নাম দিন
Page URL: এখানে আপনার পেজের লিঙ্ক দিন
Point per click:  এখানে আপনি আপনার পেজ লাইক করার জন্য কত কয়েন দিতে চান সেইটা সিলেক্ট করতে হবে ১০ দেওয়া আছে Default ভাবে। এটা Change করার দরকার নেই।
Points to add: এখানে আপনি যত কয়েন পেয়েছেন সেইতা Add করা হয়েছে। এইটাও আপনার Change করার দরকার নেই।
Add page: এবার Add page এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
যখন আপনার পেজের কয়েন শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার কয়েন Add করতে হবে
  •  আপনাদের এই পোস্ট সম্পের্কে কোন মন্তব্য থাকরে সরাসরি আমার ফেইসবুক ফেন পেইজেও আমাদের সাথে যুক্ত হতে পারেন
                                                *এইটা*
Mosfiqur Rahman 
CsC Eng(CMS website)


1 comments:

  1. The post is very nice. I just shared on my Facebook Account.

    Checkout my site: Gain Followers

    ReplyDelete