Friday, May 1, 2015

“গুগল নিয়ে আসছে পার সেকেন্ট ১০গিগাবাইটের গতি!”

অতি শিগ্রই গুগল তাঁর গ্রাহকদের দিতে উন্নত স্পিডের উন্নত সেবা। গুগল নিয়ে আসছে দ্রুতগতির ব্রাউজিং সেবা। যা দিয়ে পার সেকেন্ট১০ গিগাবাইট স্পিডে ব্রাউজিং করা যাবে।


“এই সেবাটি চালু হলে আগের থেকে ১০গুন বেশি গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে” বলে জানিয়েছেন গুগলের ফিন্যান্স হেড অফিসার প্যাট্রিক পিশেট।ফলে অনেক বেশি অ্যাপ্লিকেশনের ব্যবহারও করা যাবে। গুগল 

জানিয়েছে ২০১৭ সালের মধ্যে পার সেকেন্ট ১০গিগাবাইটের ইন্টারনেট ইউজ করা যাবে। কিছুদিন আগেই ফাইবার প্রযুক্তির ব্যাবহার করে পার সেকেন্ট ১গিগাবাইট স্পিডে ট্রান্সফার হওয়া সম্ভব হয়।

0 comments:

Post a Comment