Sunday, May 3, 2015

বছরের প্রথম প্রান্তিকে কমেছে পিসি বিক্রি:>Posted By Mosfiqur Rahman

Dell OptiPlex 3020MT Desktop PC_Imageগত বছরের শেষদিকে পার্সোনাল কম্পিউটার (পিসি) বিক্রি কিছুটা বাড়লেও এ বছরে আবারও এর বিক্রির হার কমতে শুরু করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ 
তথ্য জানানো হয়েছে।
গার্টনারের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে সাত কোটি ১৭ লাখ ইউনিট পিসি বিক্রি হয়েছে যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৫ দশমিক দুই শতাংশ কম।
আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে পিসি কমে যাওয়ার হার আরও বেশি। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছর পিসি বিক্রি ৬ দশমিক ৭ শতাংশ কমেছে।
গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া এ প্রসঙ্গে বলেন, গত বছরের শেষ দিকে উইন্ডোজ এক্সপির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক পিসি নির্মাতা তাদের পিসিতে পরিবর্তন এনেছিল, যার কারণে পিসি বিক্রি কিছুটা হলেও বেড়েছিল। কিন্তু এ বছরের প্রথম প্রান্তিকে এসে পিসি বিক্রি আবার কমে গেছে। তবে দীর্ঘ মেয়াদে হিসাব করলে এ পিসি বিক্রির হার কমে যাওয়ার বিষয়টিতে প্রভাব নাও পড়তে পারে। কারণ, মোবাইল পিসি যেমন নোটবুক, হাইব্রিড, উইন্ডোজনির্ভর ট্যাবের বিক্রি গত বছরের তুলনায় এ বছরে বেড়েছে।
গত বছরে গার্টনার পূর্বাভাস দিয়েছিল, ২০১৫ সালে পিসি বিক্রি কিছুটা কমলেও এর পরের বছর থেকে পিসি বিক্রি অল্প অল্প করে আবার বাড়তে থাকবে।
আইডিসি ও গার্টনারের বিশ্লেষকেরা বলছেন, এখন পিসি বিক্রিতে ভাটা পড়লেও মাইক্রোসফটের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ ১০ উন্মুক্ত হলে পিসি বিক্রি আবার বাড়বে।
ট্যাব ও স্মার্টফোনের জনপ্রিয়তার কারণে পিসির বাজার মার খাচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
এ বছরের প্রথম প্রান্তিকে পিসির বাজারে শীর্ষে রয়েছে লেনোভো। বাজারে লেনোভোর দখল রয়েছে ১৮.৯ শতাংশ। বাজারে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে এইচপি ও ডেল। আসুস এবং এসার আছে চার ও পাঁচে।

0 comments:

Post a Comment