Friday, June 19, 2015

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা:> Posted BY Mosfiqur rahman

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা


যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
* এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
* ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
* Del-এ ক্লিক করে ওকে করুন।

0 comments:

Post a Comment